জুলাই সনদ নিয়ে এনসিপির সাথে জামায়াতের প্রতারণা

মুনাফেকি আচরণ
ঢাকা

জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। সনদের আইনি ভিত্তির নিশ্চয়তা দেয়ার আগে সনদে সই না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এনসিপি’র সঙ্গে জামায়াতসহ আরও কয়েকটি দলও এই ইস্যুতে সহাবস্থানে ছিল।

এনসিপি মনে করেছিল এসব দল শেষ পর্যন্ত তাদের অবস্থানের সঙ্গে থাকবে। কিন্তু শুক্রবার জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার দিনে ঘটে নাটকীয়তা। আগের দোদুল্যমানতা থাকলেও এদিন জামায়াত এবং অন্য সমমনা ইসলামী দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে। বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না এনসিপি। একটি সূত্রের দাবি জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে জামায়াতের সঙ্গে এনসিপি’র অবস্থান নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা ছিল। বৃহস্পতিবার পর্যন্ত তাদের অবস্থান একই থাকলেও শুক্রবার সকালে জামায়াত এবং সমমনারা তাদের অবস্থান পরিবর্তন করে সনদে সইয়ের সিদ্ধান্ত নেয়। এসব দল আগের দিনও সনদে সই করা নিয়ে স্পষ্ট কিছু বলেনি।

সর্বশেষ জামায়াতের পিআর পদ্ধতিতে নির্বাচন দাবিকেও রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। তার এ বক্তব্যে রাজনীতিতে নতুন চাঞ্চল্য তৈরি হয়েছে।

জামায়াতের অবস্থান পরিবর্তন প্রতারণার কৌশল: এনসিপি’র একটি সূত্র মানবজমিনকে জানায়, জামায়াত বারবার বলেছে, পিআর ও আইনি ভিত্তি ছাড়া তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। সেই দাবি ঘিরে তারা আন্দোলনও করেছে। অথচ পরবর্তীতে পিআর ও আইনি কাঠামো ছাড়াই সনদে স্বাক্ষর করা জাতির সঙ্গে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণার শামিল।
সূত্রটি আরও জানায়, জুলাই সনদে স্বাক্ষর করা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো যোগাযোগ চলছে এনসিপি’র সঙ্গে। কমিশন যদি বাস্তবায়ন কাঠামোর স্পষ্ট দিকনির্দেশনা দেয় তাহলে এনসিপি সনদে সই করতে পারে।
এনসিপি সূত্র জানায়, জামায়াত গণভোটের দাবি তুলেছিল, বিএনপি ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামত নিতে চেয়েছিল, আর এনসিপি শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের প্রস্তাব দিয়েছে।

পিআর আন্দোলন সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর)-এর দাবিতে আন্দোলন’ একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
পোস্টে এনসিপি’র আহ্বায়ক বলেন, আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন-সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।
নাহিদ লেখেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণ-আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামো বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।
তিনি আরও লেখেন, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এ এজেন্ডা ছিনতাই করে একে সুকৌশলে পিআর ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টি নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দরকষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য সংস্কার ছিল না, বরং ছিল কৌশলী প্রতারণা।

অভিযোগ করে নাহিদ লেখেন, জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি- না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সাংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি।

তিনি জানান, ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে ‘সংস্কারের’ পক্ষে অবস্থান নেয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না, বরং এটা ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ, সংস্কারের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা।
এনসিপি’র আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশের জনগণ এ প্রতারণা পরিষ্কারভাবে বুঝে গেছে। তারা এখন জেগে উঠেছে এবং আর কখনো কোনো ভুয়া সংস্কারবাদী বা ষড়যন্ত্রকারী শক্তির দ্বারা প্রতারিত হবে না। এ দেশের জনগণ আর কখনো অসৎ, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিগুলোকে তাদের শাসন করার সুযোগ দেবে না। সর্বশক্তিমানও এ সুযোগ দেবেন না।

জুলাই সনদ রাজনৈতিক দরকষাকষির টুলসে পরিণত: ওদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব মানবজমিনকে বলেন, জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অবস্থান বারবার বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে। এনসিপি আগে থেকেই বলে আসছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর ভিত্তিতেই আগামীতে নির্বাচন। এর ভিত্তিতেই সংসদকে পরবর্তীতে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়ার বিষয়টি বলছিলাম।

তিনি আরও বলেন, সেক্ষেত্রে জামায়াতের অবস্থান যদি দেখেন তারা প্রথমে আইনি ভিত্তি চেয়েছিল, গণভোট ও ফুল কক্ষ পিআর এই মুভমেন্টে গিয়েছে। আবার বললো আইনি ভিত্তি ছাড়া স্বাক্ষর করবে না। স্বাক্ষরও করলো এখন আবার বলছে আইনি ভিত্তি না পেলে স্বাক্ষর উইথড্রো (প্রত্যাহার) করবে। জুলাই সনদকে পরবর্তী ক্ষমতা কাঠামোর রাজনৈতিক নেগোশিয়েশনের (দরকষাকষি) টুলস হিসেবে নেয়া হয়েছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন মানবজমিনকে বলেন, অনেকে বলেছিল এনসিপি রাজনীতি থেকে হারিয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, সবাই এনসিপি’র রাজনীতিতেই ফিরে আসছে। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সামনে অন্যান্য রাজনৈতিক দলও এনসিপি’র লাইনেই রাজনীতি করবে।

সর্বাধিক পঠিত

খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …

জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির

বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …

বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …

বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …

কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও

ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …

মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা

সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …

জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা

প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …

মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণের আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ …