মুরাদনগরে প্রকৌশলীকে ‘লাইথ্যাইয়া বাইর করে দেওয়ার’ হুমকি জামায়াত নেতার, ভিডিও ভাইরাল
কুমিল্লায় মুরাদনগরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলীর দপ্তরে ঢুকে তাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ কমপ্লেক্সে উপজেলা প্রকৌশলীর দপ্তরে এ ঘটনা ঘটে। এ ঘটনার ২০ সেকেন্ডের একটি ভিডিও রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী তার দপ্তরের চেয়ারে বসে আছেন। তার টেবিলের সামনে দাঁড়িয়ে আছেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুব আলম মুন্সী। উপজেলা প্রকৌশলীর সঙ্গে তার তর্কবিতর্ক চলছে। একপর্যায়ে মাহবুব আলম প্রকৌশলীর উদ্দেশে বলেন, ‘আরে বেটা লাইথ্যাইয়া এইখানতে বাইর কইরা দিমু, চিনোস আমারে।’ এ কথা বলার পর প্রকৌশলী বলতে থাকেন, ‘আপনি কী বললেন এটা, আপনি কী বললেন এটা।’ এ সময়ে মাহবুব আলমের সঙ্গে থাকা কয়েকজন তাকে শান্ত করার জন্য কার্যালয় থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াত নেতা মাহবুব আলম মুন্সী গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ভিন্নভাবে প্রচার করা হয়েছে। মূল ঘটনাটি হলো উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসকাইট থেকে প্রান্তি বাজার পর্যন্ত সড়কটির খুবই বেহাল অবস্থা। সেই রাস্তার সংস্কারের একটি আবেদন নিয়ে তিনিসহ কয়েকজন উপজেলা প্রকৌশলীর কাছে যান। কিন্তু তিনি আবেদনটি দেখে গড়িমসি শুরু করেন।
প্রকৌশলী বলেন, ‘এটি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দায়িত্ব।’ পরে তিনি তাকে বলেন, ইউএনওই তাদের তার কাছে পাঠিয়েছেন। রাস্তাটির সংস্কার খুবই জরুরি—বিষয়টি বোঝাতে গেলে তিনি রেগে যান। প্রকৌশলী বলেন, ‘যদি রাস্তা ভেঙে পানি জমে, আপনারা গিয়ে বালতি দিয়ে পানি পরিষ্কার করেন।’ এরপর তিনি উত্তেজিত হয়ে যান। একপর্যায়ে তাকে আনসার দিয়ে আটক করার হুমকি দেন। তখন তিনি রেগে গিয়ে ওই কথা বলেন।
মাহবুব আলম মুন্সীর দাবি, ঘটনার পর তাদের মুরব্বিরা (দলের জ্যেষ্ঠ নেতারা) এসে ইউএনওর দপ্তরে বসে ঘটনাটির সুরাহা করে দিয়েছেন। তখন শর্ত অনুযায়ী মাহবুবের কাছে কিছু ভিডিও ছিল, সেগুলো তিনি মুঠোফোন থেকে মুছে দেন। তিনি বলেন, ‘পুরো ঘটনার সময় আমাদের প্রায় ১০ মিনিট তর্কবিতর্ক হয়েছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, মাত্র ২০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। প্রকৌশলী মানুষের সমস্যার কথাগুলো ভালোভাবে শুনে সমাধান করার আশ্বাস দিলে এমন ঘটনা ঘটত না।’
ঘটনাটি দুঃখজনক মন্তব্য করে উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াস বলেন, ‘একপক্ষ থেকে তো আসলে কোনো ঘটনা তৈরি হয় না। যা-ই হোক বিষয়টি আমরা ইউএনওর অফিসে বসে উপজেলা প্রকৌশলীর সঙ্গে সুরাহা করেছি। এই ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করেছি। এ ধরনের ঘটনা না হওয়াটাই সবার জন্য ভালো।’
এলজিইডির কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুল মতিন বলেন, ‘আমাদের হাতে প্রশাসনিক কোনো ক্ষমতা নেই। আমরা মানুষের কল্যাণে কাজ করি এবং মাঠে-সড়কেই পড়ে থাকি। মুরাদনগর উপজেলা প্রকৌশলীর সঙ্গে যে ঘটনা ঘটেছে, এমন ঘটনা কোনোভাবেই কাম্য না। ঘটনাটি সঙ্গে সঙ্গে ইউএনওকে জানানো হয়েছে। পরে তিনি বসে সেটি সমাধান করেছেন বলে জেনেছি।’
সর্বাধিক পঠিত
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …
মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণের আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ …