রংপুরে আ.লীগ-জামায়াত ভাই ভাই! মামলা করেছে বিএনপি, পালাতে সহায়তা করেছে জামায়াত নেতারা
স্টালিন সরকার (উত্তরাঞ্চল থেকে ফিরে)
রাজধানী ঢাকায় নির্বাচনী আবহ শুরু না হলেও উত্তরাঞ্চলে বইছে নির্বাচনী বাতাস। বিভাগীয় রংপুর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামের হাটবাজারে সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা।
নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকার হাটবাজারে ঘুরে মফস্বল শহরের সুশীল সমাজ, সংস্কৃতিকর্মী, ব্যবসায়ী নেতা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলে বোঝা গেল, মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছেন। নির্বাচনে কোন কোন দল জোট করছেন, জাতীয় পার্টি ভোট করতে পারবে কি-না, আওয়ামী লীগের নীরব ভোটারদের ভোটের কত ভাগ লাঙ্গল, দাড়িপাল্লা আর ধানের শীষ পেতে পারে তা নিয়েও চলছে বিশ্লেষণ। এমনকি নির্বাচন বিতর্কিত করতে আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা নির্বাচনের ভোট দেয়া থেকে বিরত থাকার কৌশল নেবেন কি-না সে আলোচনাও আছে। তবে রাজনীতির মাঠে আওয়ামী লীগ নীরব থাকলেও ক্ষমতাচ্যুত দলটির সাথে বিএনপির বিরোধ চরমে। ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা পালনোর পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে বিএনপি মামলা করায় এ বিরোধের সৃষ্টি হয়। তবে সাংগঠনিক কর্মকা- নিষিদ্ধ দলটির স্থানীয় নেতা, ব্যবসায়ী কর্মী-সমর্থকদের সঙ্গে স্থানীয় জামায়াত নেতাদের সুসম্পর্ক গড়ে উঠেছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগের দিশাহারা নেতাদের পালাতে সহায়তা করা, জনরোষ থেকে বাঁচাতে লুকিয়ে রাখার কৌশল নেয়ায় জামায়াত নেতাদের সাথে দলটির নেতাদের সম্পর্ক গড়ে উঠে। ফলে প্রকাশ্যে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে বৈরী সম্পর্ক প্রচারণা থাকলেও পর্দার আড়ালে রংপুরে দুই দলের নেতাকর্মীদের মধ্যে সুসম্পর্কের আবহ বিরাজমান।
রংপুরের প্রতিটি আসনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের প্রার্থী ও নেতাকর্মীরা ব্যাপকভাবে নির্বাচনী প্রচারণা চালালেও অন্য কোনো দলের প্রার্থী ও নেতাকর্মীর তেমন প্রচারণায় দেখা যায়নি। জামায়াত প্রার্থীরা জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধের নামে স্লোগান লিখে নিজেদের ছবি ছাপিয়ে সর্বত্রই ভোট প্রার্থনার পোস্টারিং করেছেন। রংপুরের পাগলাপীর, মাহিগঞ্জ, হারাগাছ, পীরগঞ্জ, মিঠাপুকুর, নিলফামারীর জলঢাকা, সৈয়দপুর, পাগলাপীর, লালমনির হাটের ডালিয়া, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পলাশবাড়ি ঘুরে দেখা গেলÑ কোথাও বিএনপির পোস্টারিং নেই। প্রতিটি আসনে তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা গেলেও কোন আসনে কারা প্রার্থী হচ্ছেন সেটি কেউ জানেন না। অথচ জামায়াতের প্রার্থীরা ব্যাপকভাবে প্রচারণায় নেমেছেন। কয়েকটি আসনে বিএনপি নেতারা জানান, তারা জানেন না কারা তাদের আসনে দলীয় প্রার্থী হবেন। সে জন্য তারা প্রচারণা চালাতে পারছেন না। আবার কেউ কেউ বলছেন, দলের প্রার্থী ঘোষণা বিলম্ব হওয়ায় আমরা অন্ধকারে রয়েছি; একাধিক নেতা দাবি করছেন, তারা এবার ধানের শীষের প্রার্থী হওয়ার গ্রিন সিগন্যাল পেয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট শফি কামাল বলেন, বিএনপির প্রার্থী কারা হচ্ছে এখনো অনিশ্চিত। জামায়াত প্রচারণা চালাচ্ছে অথচ বিএনপির প্রার্থী নিয়ে অনিশ্চতা দলের কর্মীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। সাধারণ ভোটার যারা মনে করছেন, ভোট হলেই বিএনপি ক্ষমতায় আসবে তারাও বিএনপির নীরবতায় দ্বন্দ্বে পড়ে গেছেন।
বিভাগীয় শহর রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নিলফামারী ও গাইবান্ধা এবং দিনাজপুরের কিছু এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম-পাড়া মহল্লায় সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে বিএনপির বিরোধ হলেও বিপরীতমুখী রাজনৈতিক দল জামায়াতের সাথে সুসম্পর্ক। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী টিপু মুনশি, সাবেক কয়েকজন এমপি, সাবেক কযেকজন উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগের অনেক নেতাই কারাগারে। এদের মধ্যে কেউ কেউ গণপিটুনি থেকে বাঁচতে প্রশাসনের সাথে সমঝোতা করে কারাগারে গেলেও অনেকেই হত্যা, চাঁদাবাজিসহ নানা মামলায় কারাগারে রয়েছেন। জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি। সঙ্ঘাত-সংঘর্ষ করেছে বিএনপি নেতারা।
কিছু হাটবাজার, বাস-ট্রাক স্ট্যান্ড, বালু-পানিমহাল দখল-পুনর্দখল নিয়ে আওয়ামী লীগের হটিয়ে বিএনপির স্থানীয় নেতারা নিয়ন্ত্রণ নিয়েছে। হাসিনা পালানোর পর আওয়ামী লীগের যে নেতার বিরুদ্ধে বিএনপি মামলা করেছে, এনসিপি ও বিএনপির নেতারা দাবড়ানি দিয়েছে, জামায়াতের স্থানীয় নেতারা তাদের নানাভাবে সহায়তা করেছে। ফলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের বিরোধ হলেও জামায়াত নেতাদের সুসম্পর্ক গড়ে উঠে। মিঠাপুকুরের শহীদুল ইসলাম নামে একজন আওয়ামী লীগের নিষ্ক্রিয় নেতা জানালেন, হাসিনার শাসনামলের শেষের কয়েক বছর জামায়াতের স্থানীয় নেতারা নানাভাবে আওয়ামী লীগ নেতাদের সাথে সম্পর্ক গড়ে ব্যবসা বাণিজ্য করেছেন। বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের বিরোধ হলেও জামায়াতের বিষয়ে ওই সময় শাসকদল আওয়ামী লীগ নমনীয় ছিল। এখন ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর বিএনপির স্থানীয় নেতারা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মামলা করেছে; কিন্তু জামায়াত কোথাও মামলা করেনি আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে। বরং আগের ব্যবসায়ীক সুবিধা নেয়ায় আওয়ামী লীগের বিপদগ্রস্ত ও মামলার আসামি নেতাদের শেল্টার দিয়েছে জামায়াত নেতাকর্মীরা। ফলে রংপুরে আওয়ামী লীগ আর জামায়াত এখন ভাই ভাই।
মিঠাপুকুরের শহীদুল ইসলামের বক্তব্যের প্রমাণ মেলে রংপুর জাহাজ কোম্পানি মার্কেটের ব্যবসায়ী ফারুক আহমেদের কথায়। ১৭ সেপ্টেম্বর রাতে জাহাজ কোম্পানি মোড়ে তার সঙ্গে কথা হয়। ফারুক বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ভোট লাঙ্গলে যাবে; আর জাপা নিষিদ্ধ হলে আওয়ামী লীগের বেশির ভাগ ভোট যাবে দাড়িপাল্লায়। এ জন্যই জামায়াত এখন এনসিপির সঙ্গে জাতীয় পার্টি নিষিদ্ধের আন্দোলন করছে। যে কারণে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করা হচ্ছে একই কারণে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন নিষিদ্ধের দাবি তোলার কথা। কিন্তু জামায়াত ওই পীরের দলকে সঙ্গে নিয়ে জাপা নিষিদ্ধের মামাবাড়ির আবদার করছে। বিগত ১৫ বছর জাতীয় পার্টি কোন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনগুলোতে অংশ নিয়েছে তা বিবেচনা করতে হবে। ২০১৩ সালে বিএনপি যদি জাতীয় পার্টির এরশাদের পাশে দাঁড়াত তাহলে রাজনীতির চিত্র ভিন্ন হতো। তাছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে রংপুরে কেউ নির্বাচন করতে পারবে না।’
১৬ জুলাই বিকেলে বিভাগীয় শহর রংপুরে প্রবেশমুখেই মর্ডান মোড়ে চোখে পড়লো গোলচক্করের শেখ মুজিবের বিশাল মূর্তি ভেঙে ফেলা হয়েছে। কিছুদিন এগোতেই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখ পার্কের মাথায় রাস্তায় জুলাইয়ের সূর্যসন্তান শহীদ আবু সাঈদের বিশাল ম্যুরাল ঠায় দাঁড়িয়ে। স্কুল-কলেজের ছেলেমেয়েরা ম্যুরালের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন; গ্রাম থেকে আসা অনেক গৃহবধূ ছবি তুলছেন। রংপুর শহর আর আগের মতো নেই। রংপুরের লাইফলাইন হিসেবে পরিচিত শ্যামাসুন্দরী খাল দখল-দূষণ ও ময়লা-আবর্জনায় মরণদশায় পড়লেও পাল্টে গেছে শহরের চিত্র। বিশাল বিশাল বিল্ডিং ও নানান স্থাপনা উঠেছে, প্রতিটি সড়ক রমরমা যানবাহনে ঠাসা; তীব্র যানজট। শহরজুড়ে জামায়াতের পোস্টার। শহরের শাপলা এলাকায় জামায়াত, গ্রান্ড হোটেলের পাশে বিএনপি ও পায়রা চত্বর ও রোকেয়া কলেজের মাঝামাঝিতে জাতীয় পার্টির অফিস থাকলেও হাড়ি পট্টিতে আওয়ামী লীগের অফিসের নিশানা নেই। রংপুর টাউন হল বিভাগীয় শহরের সবচেয়ে রমরমা এলাকা। বিকেল হলেই শহরের কবি, সাহিত্যিক, শিল্পী, সাংস্কৃতিকর্মী, নাট্যকর্মীদের আনাগোনা শুরু হয়; চলে গভীর রাত পর্যন্ত। টাউল হলে প্রবেশ করতেই চোখে পড়ল, সাউন্ড টার্চ, ‘ভাওয়াইয়া’, নাট্যচক্র, নাট্যকেন্দ্র, পদাতিক, বঙ্গ থিয়েটার, বিকন নাট্যকেন্দ্র নামের অসংখ্য সাংস্কৃতির সংগঠনের অফিস। রংপুরের স্থানীয় সাংবাদিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার হালিম আনছারীর সঙ্গে টাউনহলে প্রবেশ করতেই ঘিরে ধরলেন এক ঝাঁক সাংস্কৃতিকর্মী। ঢাকা থেকে ইনকিলাবের সাংবাদিক এসেছে রটে যাওয়ায় ‘ঢাকার রাজনীতির খবর কি-নির্বাচন কতদূর-নির্বাচন হবে কিনা-পর্দার আড়ালে কিছু হচ্ছে কিনা, জাপাকে নির্বাচন করতে দেয়া হবে কিনা, জামায়াত প্রচারণা চালাচ্ছে বিএনপি এখনো কেন প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নামছে না, পিআর পদ্ধতি কি’ ইত্যাদি হাজারো প্রশ্ন নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে অস্থির সবাই।
ঢাকার সাংবাদিককে আপায়নের জন্য পাশের টং দোকান থেকে চা-বিস্কুট এসে গেছে। ঘণ্টার পর ঘণ্টা চলে আড্ডা। সবার মুখে এক কথা নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি কেন নির্বাচনী মাঠে নামতে বিলম্ব করছে? প্রবীণ নাট্যকর্মী বেনজির আহমেদ তারিক মনে করেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি অনৈতিক এবং বিএনপির উচিত নির্বাচনী প্রচারণায় নেমে পড়া। তিনি বলেন, জামায়াত যে নির্বাচনী প্রচারণায় কৌশল নিয়েছে তা খুবই সুচিন্তিত। ভোটে বিজয়ী হওয়ার লক্ষ্যে তারা চতুর্মুখী প্রচারণা চালাচ্ছে। এ ক্ষেত্রে বিএনপি বেশি পিছিয়ে রয়েছে। অন্যান্য বিভাগের চেয়ে রংপুর বিভাগে বিএনপি যেহেতু দুর্বল তাই সবার আগে রংপুরে তাদের নির্বাচনী প্রচারণায় নামা উচিত ছিল। ছড়াকার সংস্কৃতিকর্মী এস এম খলিল বাবু জানালেন, তার গ্রামের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা এসে দাড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে মহিলাদের কনভিন্স করার চেষ্টা করেছে। সাংস্কৃতির ব্যক্তিত্ব মাকসুদার রহমান মুকু জানালেন, মানুষ ভোট দেয়ার জন্য মুখিয়ে রয়েছে। বিদেশিরা যেহেতু অনির্বাচিত সরকারের শাসনামলে বিনিয়োগের সাহস পাচ্ছেন না তাই ড. ইউনূসের উচিত দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। তার মতে, পাশের দেশ ভারত এবং দেশের এনজিওগুলো সব সময় উত্তরাঞ্চলের উন্নয়নের বিরুদ্ধে। মানুষ যত গরিব থাকবে, অভাবী থাকতে ততই তারা সেটিকে পুঁজি করে বাণিজ্য করবে। তিনি বলেন, উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার জন্যই দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন। নির্বাচিত সরকারে যারাই আসুক উত্তরাঞ্চলের উন্নয়ন হবে।
দীর্ঘ আড্ডার পর টাউনহল থেকে বের হওয়ার সময় দেখা হলো রংপুর সরকারি কলেজের প্রফেসর শফিকুল ইসলামের সঙ্গে। পরিচয় জেনেই নিজের থেকেই চা পানের আমন্ত্রণ জানিয়ে বললেন, ভাই মানুষের মধ্যে নির্বাচনী আবহ সৃষ্টি হয়েছে। ভোটররা ভোট দেয়ার জন্য মুখিয়ে। বিএনপি প্রচারণায় না নামলেও জামায়াতের প্রার্থীরা রংপুরের ছয়টি আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তারা পিআর পদ্ধতির ভোটের দাবি করছে। পিআর পদ্ধতির ভোটের দাবি করায় তারা প্রচারণায় তেমন সুবিধা করতে পারছেন না। কারণ মানুষ পিআর বোঝেই না। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা সাংস্কৃতিককর্মী মাখন কুমার রায় বললেন, আমি যাকে ভোট দেবো তিনি এমপি হবেন। আমরা ভোট দেবো আর অন্যত্র থেকে হায়ারে এমপি এখানে আসবেনÑ এটি হবে না। পিআর পদ্ধতি হলে ব্যবসায়ী ও আমলারা এমপি পদ ১০ কোটি ২০ কোটি টাকা দিয়ে কিনে নেবেন।
সর্বাধিক পঠিত
খুঁটিতে বেঁধে কুপিয়ে তরুণের হাত-পা প্রায় বিচ্ছিন্ন, জামায়াতের ২ কর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় আবু সুফিয়ান (২২) নামের এক তরুণকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এতে ওই তরুণের দুই হাত ও এক পা প্রায় বিচ্ছিন্ন হয়ে …
জামায়াত কখনো ভারতবিরোধী ছিল না: আমির
বাংলাদেশ জামায়াত ইসলামী কখনও ‘ভারতবিরোধী ছিল না’ উল্লেখ করে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘এটি অপপ্রচার’। তিনি বলেন, ‘জামায়াতকে ভুলভাবে উপস্থাপন করতে সুচিন্তিতভাবে, মিথ্যা ও অপপ্রচার করা হয়েছে।’ …
বারবার ফ্যাসিস্ট বলা পছন্দ করি না, আমি মৌলবাদী না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা ইউনাইটেড বাংলাদেশ গড়তে চাই। আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক …
বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা আত্মসাতে জামায়াত নেতারা
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্থায়ী তহবিল থেকে অন্তত ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর চার নেতা ও বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। আইআইইউসি পরিচালনায় সরকার গঠিত …
কারাবন্দি জামায়াত নেতার বউ নিয়ে শিবির নেতা উধাও
ফেনীতে অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী কারাবন্দি জামায়াত নেতা কামাল হোসেন প্রকাশ লতা কামালের স্ত্রী (২৭) পরকিয়া করে এক শিবির নেতার সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি …
মসজিদে তাবলিগ জামাত নিষিদ্ধ ও প্রাণনাশের হুমকি দিলেন জামায়াত নেতা
সিলেট নগরীর দাড়িয়াপাড়াস্থ শাহ গওহর রহ. মসজিদে যুগ যুগ ধরে চলে আসা দাওয়াত ও তাবলিগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে জামায়াত নেতা রাজিক মিয়ার নেতৃত্ব। রাজিক মিয়া দীর্ঘদিন ধরে …
জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে কাজের মেয়েকে ধর্ষণের মামলা
প্রফেসর ড. মাহমুদুল হাসান, জামাত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা! কিন্তু তার রয়েছে নি’কৃ’ষ্ট এক অতীত ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত একটা খবরে জানা যায়, স্ত্রীর সঙ্গে দেখা করতে …
মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গসহ কয়েকটি প্রদেশের মুখ্যমন্ত্রীগণের আসন্ন বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছে। সোমবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এ …